২৭ নভেম্বর শুরু হচ্ছে ভাসানী বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বি.ফার্ম এবং বিএসসি (অনার্স) কোর্সে ভর্তিযুদ্ধ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
এমসিকিউ পদ্ধতিতে আগামী ২৭ নভেম্বর এ ও বি ইউনিট এবং ২৮ নভেম্বর সি ও ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠত হবে। এবার প্রতি আসনে ৬০ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছে। সবচেয়ে বেশি প্রতিযোগীতা করবে ‘এ’ ইউনিটে। চারটি ইউনিটের ১৫টি বিভাগে ৭৮৫ টি আসনের জন্য মোট ৪৬ হাজার ৮শত ৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছে।
পরীক্ষার সময় পরীক্ষার্থীদেরকে এসএসসি/ সমমান পরীক্ষার মূল সনদের সত্যায়িত ফটোকপি, এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি ও এর দুই কপি সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সত্যায়িত রঙ্গিন ছবি সঙ্গে আনতে হবে।
আসন বিন্যাসসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.mbstu.ac.bd তে পাওয়া যাবে।#
লেখাপড়া২৪.কম/ভাবি/সং/আরএইচ-৪৭১৪