সরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর
ঢাকা ও চট্টগ্রাম মহানগরী ছাড়া জেলা ও বিভাগীয় সদরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ১ ডিসেম্বর রাত ১২টা ১মিনিট থেকে। ১৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, www.gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য www.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। বিদ্যালয় থেকে কোন ভর্তি ফরম বিতরণ করা হবে না।
টেলিটকের মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা প্রদান করতে হবে। প্রথম শ্রেণিতে ভর্তি করা হবে লটারির মাধ্যমে। ২য় শ্রেণিতে বাংলা ১৫ নম্বর, ইংরেজি ১৫ নম্বর ও গণিত ২০ নম্বরের মোট ৫০ নম্বরের ১ ঘণ্টার পরীক্ষা নেয়া হবে। ৪র্থ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বাংলা ৩০ নম্বর, ইংরেজি ৩০ নম্বর ও গণিত ৪০ নম্বরের মোট ১০০ নম্বরের ২ ঘণ্টার পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। ৯ম শ্রেণিতে জেএসসি ও জেডিসি’র ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।#
লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৬৯০