ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অধ্যাপকের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রের মার্শাল ইউনিভার্সিটির ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস এন্ড রিসার্চ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারুক খান আজ (২৪ নভেম্বর) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ বিভাগীয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশে ফার্মেসি শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের মার্শাল ইউনিভার্সিটির মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. ফারুক খান আগামীকাল (২৫ নভেম্বর) বুধবার বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর সম্মেলন কক্ষে ‘Promoting Reverse Engineering Technology in Bangladesh: An Aspect of Pharmaceutical Industry-Academia Collaboration” শীর্ষক বক্তৃতা প্রদান করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ওষুধ প্রযুক্তি বিভাগ অনুষ্ঠানের আয়োজন করবে।
লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০২২৯