রাবির ‘ই’ ইউনিটের সংশোধনী, বাদ পড়লেন ১৮৩ ভর্তিচ্ছু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের ফল সংশোধন করা হয়েছে। সোমবার প্রকাশ করা এ ফলে আগের মেধাতালিকায় স্থান পাওয়া ১৮৩ জন ভর্তিচ্ছু বাদ পড়েছেন। এ নিয়ে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা জানান, ওএমআর মেশিনে উত্তরপত্র স্ক্যানিং করার পর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তিচ্ছুদের সিরিয়াল দেয়া হয়। ফল কম্পিউটারে গড় করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে এক্সেল শিটে ১৮৩ জনের ফল পরিবর্তন হয়ে যায়। ফল আবার যাচাই করার সময় এ ত্রুটি ধরা পড়ে। এর পর আবার নতুন ফল প্রকাশ করায় যোগ্য শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, এ সমস্যা এখন ধরা না পড়লেও ভর্তির জন্য মৌখিক পরীক্ষা নেয়ার সময় ধরা পড়ত। এর পরও ফল নিয়ে কেউ অভিযোগ করলে অভিযোগকারী উত্তরপত্র প্রদান করে তাকেই যাচাই করতে দেয়া হবে।#
লেখাপড়া২৪.কম/রাবি/সং/আরএই্চ-৪৬৭৯