বাংলাদেশের মান বাঁচালো মালয়েশিয়া প্রবাসী নিরব

12247199_1125318210820820_7339025368992433174_n(1)মালয়েশিয়ায় শুরু হওয়া আন্তর্জাতিক তায়কোয়ান্ডো প্রতিযোগীতায় বাংলাদেশের হয়ে মান বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছেন প্রবাসী নিরব হোসেন।

 

সোমবার কুয়ালালামপুরের চেরাস ব্যাডমিন্টন স্টেডিয়ামে স্পিড পাওয়ার ইন্টারন্যাশনাল তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশীপ- ২০১৫ টুর্ণামেন্টে তিনি বাংলাদেশের পতাকা বহন করবেন।

 

11169940_1125318380820803_7245814042229754306_n(1)এ প্রতিযোগীতায় বাংলাদেশ থেকে প্রতিযোগীসহ আঠারো জনের একটি টিম আসার কথা থাকলেও ভিসা সংক্রান্ত জটিলতায় কেউ অংশ নিতে পারেনি। পরে মালয়েশিয়ায় তায়কোয়ান্ডোতে ব্ল্যাকবেল্ট পাওয়া প্রবাসী নিরব হোসেন এতে অংশ নেন।

 

শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মনুয়া গ্রামের নিরব হোসেন মালয়েশিয়ায় এগ্রিকালচার ফার্মিংয়ের ব্যবসা করেন।

 

12274512_1125301797489128_8878568839602174343_n(1)মালয়েশিয়ায় সফল এ তরুণ ব্যবসায়ী এর আগে মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ কারাতে টুর্ণামেন্ট এ একাধিকবার অংশ নিয়েছেন।

 

Post MIddle

এছাড়া ২০০১ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মাইলো তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশীপ প্রতিযোগীতায়ও অংশ নিয়েছিলেন।

 

নিরব জানান, এটা আমাদের জন্য সত্যিই লজ্জার যে বাংলাদেশ থেকে কেউ আসেনি প্রতিযোগীতায় অংশ নিতে। এ ব্যাপারে ফেডারেশনকে সচেতন হতে হবে।

 

তিনি আরো জানান, স্পিড পাওয়ার ক্লাবের কোচ মিস্টার বালার তত্তাবধানে এবারের প্রতিযোগীয় বাংলাদেশের পক্ষে মাঠে নেমেছেন তিনি।

 

বাংলাদেশ ছাড়াও প্রতিযোগীতায় অংশ নিয়েছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইরান, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও কোরিয়ার প্রতিযোগীরা।#

 

 

লেখাপড়া২৪.কম/নাঈম/আরএইচ-৪৬৭৭

পছন্দের আরো পোস্ট