চুয়েটে যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য কনফারেন্স

picচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য শক্তি বিষয়ে ” 3rd International Conference on Mechanical Engineering and Renewable Energy (ICMERE-2015) ” আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার শুরু হচ্ছে। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে (২৬-২৯ নভেম্বর) অনুষ্ঠিতব্য এই কনফারেন্সে ৫টি Keynote লেকচারসহ মোট ১৫৯টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে। Keynote লেকচার প্রদান ও গবেষণাপত্র উপস্থাপনের জন্য দেশের ও বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটি/ ইনস্টিটিউট/ ইন্ডাস্ট্রি থেকে দুই শতাধিক অতিথি অংশ নেবেন। এতে ২৪টি Technical Session-এ ১৫৪টি গবেষণা পত্র উপস্থাপন করা হবে।

 

এ উপলক্ষে (২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, বুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ সোসাইটি অব মেকানিক্যল ইঞ্জিনিয়ার্স-এর সভাপতি অধ্যাপক ড. এম. এইচ. খান এবং চুয়েটের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস। সভাপতিত্ব করবেন কনফারেন্সের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম।

 

কনফারেন্সের Keynote Speaker-গণ হচ্ছেন

১) Prof. Henrik Kofoed Nielsen, University of Agder, Norway

Post MIddle

২) Prof. Ahmed F. Elsafty, American University of the Middle East, Kuwait

৩) Prof. Abu S.M. Masud, Wichita State University, USA

৪) Prof. Abu S.M. Masud, Wichita State University, USA

৫) Prof. Dr. A. K. M. Sadrul Islam, Islamic University of Technology, Bangladesh.

 

 

লেখাপড়া২৪.কম/চুয়েট/রহমান/এমএএ-০২২৫

পছন্দের আরো পোস্ট