ঢাবিতে “দর্শন, বিজ্ঞান ও মানব সভ্যতা ” সেমিনার

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয় গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে আগামী (২৫ নভেম্বর) বুধবার বিকাল ৩টায় কলাভবনের ২০২৮নং কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হবে। কেন্দ্রের সভাপতি ও প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে উক্ত সেমিনারে “দর্শন, বিজ্ঞান ও মানব সভ্যতা” শীর্ষক প্রবন্ধ পাঠ করবেন দর্শন বিভাগের ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান।

 

Post MIddle

এতে আরও বক্তব্য রাখবেন দর্শন বিভাগের অধ্যাপক ড. এ কে এম হারুনার রশীদ এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশফাক হোসেন।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ-০২২৪

পছন্দের আরো পোস্ট