ভারতীয় লেখিকা শোভা দে ইউল্যাবে
বিখ্যাত ভারতীয় লেখিকা ও সামাজিক প্রবক্তা ‘শোভা দে’ রোববার (২২ নভেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) পরিদর্শন করেছেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে স্বাগত জানান।
শোভা দে সতের বছর বয়সে মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেন। কিন্তু কখনোই মডেলিং কে নিজের স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করতে পারেননি। সব সময়ই তিনি লেখালেখির প্রতি অন্য রকম আকর্ষণ অনুভব করতেন। এ জন্যই তিনি মডেলিং এর মত নিশ্চিত পেশাকে ত্যাগ করে সম্পাদনার কাজ নেন।

বর্তমানে তার লেখা বই ভারতের সর্বাধিক বিক্রি হওয়া বইয়ের তালিকায় সবার শীর্ষে। রিডার্স ডাইজেস্টের ভোটে তিনি ‘ইন্ডিয়া’স মোস্ট ট্রাস্টেড পিপল’ হিসেবে নির্বাচিত হন। শুধু তাই না, একটি বেসরকারী সংস্থার জরিপে তিনি ভারতের ৫০তম ক্ষমতাধর নারী।#
লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/আরএইচ-৪৬৬৯