ফ্রিল্যান্সারদের সম্মেলন ৮ ডিসেম্বর
আগামি ৮ ডিসেম্বর, ২০১৫ সকাল ১০ টায় ঢাকাস্থ কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রিল্যান্সারদের মিলনমেলা। সারাদেশ থেকে প্রায় সহস্রাধিক ফ্রিল্যান্সার সহ তথ্য-প্রযুক্তি প্রেমি তরুন/তরুনীরা উক্ত সম্মেলনে অংশ নেবেন। ফ্রিল্যান্সার্স মিট-২০১৫ নামক অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি, মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এলায়েন্স প্রেসিডেন্ট সান্টিয়াগো গোতিয়ারেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্লাইড উনো, সাবেক প্রেসিডেন্ট, একসেঞ্চার জাপান, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামিম আহসান, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বাংলাদেশ এসোসিয়েশন অব কলসেন্টার এন্ড আউটসোর্সিং (ইঅঈঈঙ) সভাপতি আহমেদুল হক ববি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো: সবুর খান। স্বাগত: বক্তব্য রাখবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে টেকনিকেল সেশন, এতে দেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সারগণ বিভিন্ন বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করবেন।
উক্ত অনুষ্ঠানে আউটসোর্সিং পেশায় নিয়োজিত ও আউটসোর্সিং কাজ করতে আগ্রহীরা তাদের দক্ষতা বৃদ্ধি, খুটি নাটি কৌশল এবং পেশাগত সমস্যা সমাধানের বিভিন্ন দিক আলোচনা করা হবে। গত ২৩ নভেম্বর ২০১৫ ইং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক ও সম্মেলন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নূরুজ্জামান ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিলেন্সার এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শফিউল আলম এবং সম্মেলন কমিটির প্রধনি সমন্বয়কারী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উপ পরিচালক মো: সরোয়ার হোসেন মোল্লা। বিস্তারিত জানতে ভিজিট করুন HYPERLINK “http://www.daffodil.ac/freelancer_meet.
লেখাপড়া২৪.কম/ডিআইআইটি/পিআর/স্বশা-৪৪৬০