ইবির প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী
র্যালী ও শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শিক্ষক সংগঠন জিয়া পরিষদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্মোচিত ভিত্তিপ্রস্তরে পুস্পস্তবক অর্পন করেন জিয়া পরিষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার বেলা ১১টায় জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আক্রাম হোসাইন মজুমদারের নেতৃত্বে অনুষদ ভবনের সামনে থেকে র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও খুলনা-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে তারা ভিত্তিপ্রস্থরে পুস্পার্ঘ অর্পণ করেন।

এসময় জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. এয়াকুব আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল আমিন ভুইয়া, জিয়া পরিষদ নেত্রী অধ্যাপক ড. নুরুন্নাহার, ড. রফিকুল ইসলাম, ড. নুরুল ইসলাম, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মানজারুল ইসলাম মিরু, সাধারণ সম্পাদক আব্দুল মুঈদ বাবুল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে অধ্যাপক ড. এয়াকুব আলী বিশ্ববিদ্যালয় ও দেশের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন।
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ-০২১৮