ঢাবিতে ৫ শিক্ষার্থীকে বৃত্তি ও আজীবন সম্মাননা

????????????????????????????????????

দেশে সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য বিশিষ্ট সাংবাদিক তোয়াব খানকে “আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা” প্রদান করা হয়েছে। এছাড়া, ২০১৫ সালের স্নাতক সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থীকে “আতাউস সামাদ স্মারক বৃত্তি” প্রদান করা হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আজ (২২ নভেম্বর) রবিবার অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতাউস সামাদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত সাংবাদিক এবিএম মুসা অর্থ প্রদান করেছিলেন।

 

Post MIddle

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ‘আতাউস সামাদ : এক কীর্তিমান সাংবাদিক’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস।

 

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের আদর্শ অনুসরণের মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসাবে নিজেদের গড়ে তোলার জন্য তরুণ গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকতা পেশার মূলনীতি। তাই সমাজের সত্য প্রকাশের জন্য সংবাদকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে। সত্যান্বেষণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

 

আতাউস সামাদ স্মারক বৃত্তি প্রাপ্তরা হলেন – মো: শরিফুল ইসলাম, আনন্দ কুমার শীল, ফারজানা আকতার, ফাহিমা আকতার কচি এবং দুলাল সমদ্দার।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/স্বশা-৪৪৫৫

পছন্দের আরো পোস্ট