বেরোবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়বে ৪২ জন

বেরোবিরংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তিযুদ্ধে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪২ জন শিক্ষার্থী। এবারের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৩০৮টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ২৯২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ র্কমর্কতা মোহাম্মদ আলী লেখাপড়া২৪.কম এ তথ্য জানান।

 

তিনি জানান, কলা অনুষদের মোট (এ ইউনিট) ১৯৫ আসনের বিপরীতে ১১ হাজার ৮৭৩ জন । সামাজিক বিজ্ঞান অনুষদের (বি ইউনিট) মোট ৩৪৫ আসনের বিপরীতে ১৩ হাজার ৯৯৪ জন । বিজনেস স্টাডিজ অনুষদের (সিইউনিট) মোট ২৪০ আসনের বিপরীতে ১০ হাজার ১১২জন । বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) মোট ২৪০ আসনের বিপরীতে ৭ হাজার ৬৬১ জন । প্রকৌশল অনুষদের (ই ইউনিট) মোট ৮০ আসনের বিপরীতে ৫ হাজার ৯৫৯ জন এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের (এফ ইউনিট) মোট ১০০ আসনের বিপরীতে ৪ হাজার ৬৯৩ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। মোট ১ হাজার ৩০৮ টি আসনের মধ্যে ১৩৮টি আসন মুক্তিযোদ্ধা, পোষ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, হরিজন ও তৃতীয় লিঙ্গদের জন্য সংরক্ষিত। ভর্তি কমিটি সূত্র জানায়, গত (১৫ সেপ্টেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে (১৫ নভেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বৃদ্ধি করে তা (২০ নভেম্বর) র্পযন্ত করা হয়।

 

Post MIddle

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী (৬,৭,৮ এবং ১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।

 

লেখাপড়া২৪.কম/বেরোবি/সজীব/এমএএ-০২১১

পছন্দের আরো পোস্ট