খুবির সমাবর্তন ২৫ নভেম্বর, স্বর্ণ পদক পাচ্ছেন ১৪ জন
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পঞ্চম সমাবর্তনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুবির চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এতে আড়াই হাজার গ্রাজুয়েটসহ প্রায় ৪ হাজার অতিথি উপস্থিত থাকবেন। এছাড়া ১৪ জনকে দেয়া হবে গোল্ড মেডেল।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনে ভিসি ড. মোহাম্মদ ফায়েকউজ্জামানকে সভাপতি করে স্টিয়ারিং কমিটি ও অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ) পরীক্ষার ফলে অসাধারণ কৃতিত্বের জন্য এবার ১৪ শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হবে। তারা হলেন উজ্জ্বল বিশ্বাস, রীনা পারভীন, আফরোজা পারভীন, মোঃ ইমরান হোসেন, জয়ন্ত বীর, শেখ মোজাম্মেল হোসেন, শারমিন আক্তার, জয়দেব গোমস্তা, মোঃ রুবেল হাসান বাপ্পী, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাইমিনুল ইসলাম, অপূর্ব রায়, নুসরাত জাহান ও লুৎফন্নাহার লিজা।#
লেখাপড়া২৪কম/খুবি/সং/আরএইচ-৪৬৫১