৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৮ জানুয়ারি
৩৬তম বিসিএসে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ পরীক্ষা হবে।
এই পরীক্ষার মাধ্যমে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার ২ হাজার ১৮০টি পদে লোক নিয়োগ করা হবে।
গত ৩১ মে প্রকাশিত ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার প্রশাসনে ২৫০ জন, পুলিশে ১২০ জন, আনসারে ১৯ জন এবং সাধারণ ক্যাডারে ৫৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।
এছাড়া প্রফেশনাল, টেকনিক্যাল এবং প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারে ৭৪০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারে ৮৯৪ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৪ জনকে নিয়োগ দেবে সরকার।#
লেখাপড়া২৪.কম/আরএইচ-৪৬৩৫