কাল সিভাসুতে ইউজিসি চেয়ারম্যানের সংবর্ধনা

ইউজিসিচট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতাধীন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের অর্থায়নে স্থাপিত “ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাবরেটরী” উদ্বোধন করবেন কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের আগমন উপলক্ষ্যে আগামী (২১ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে তাঁকে সংবর্ধনা প্রদান করা হবে।

 

মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

 

Post MIddle

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত থাকবেন।

 

লেখাপড়া২৪.কম/সিভাসু/পিআর/স্বশা-৪৪৩৬

পছন্দের আরো পোস্ট