শাবির এ ইউনিটে প্রথম স্থানে বুশরা জান্নাত

5aad741c-8f8c-4a5c-8080-9e0c6e1d536dশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ সেশনে ‘এ’ ইউনিটের মানবিক বিভাগে ভর্তি পরীক্ষায় বুশরা জান্নাত প্রথম স্থান অধিকার করেছে। সে সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর আবাসিক এলাকার বাসিন্দা সদ্য অবসরপ্রাপ্ত জেলা পোষ্ট অফিস পরিদর্শক মো. ফারুক আহমদের তৃতীয় কন্যা।

Post MIddle

উল্লেখ্য যে, বুশরার অপর বোন সুলতানা জান্নাত সাফি উক্ত ভর্তি পরীক্ষায় ৩৭তম স্থান লাভ করেছে। তারা ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে দেশের সেবা করতে চায়। তারা সকলের দোয়া প্রত্যাশী।

লেখাপড়া২৪.কম/শাবি/সাফকাত/এমএএ-০২০৫

পছন্দের আরো পোস্ট