রাবিতে দুইদিনব্যাপী ‘জব ফেয়ার’ শুরু ২১ নভেম্বর

IMG_0124রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তৃতীয় বারের মতো দুইদিনব্যাপী ‘জব ফেয়ার-২০১৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে (২১ নভেম্বর) শনিবার। রাবি ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে এ চাকরী মেলায় দেশের স্বনামধন্য প্রায় ২০ টি কোম্পানি অংশ নিচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্লাবের সভাপতি সালেক আহমেদ সজীব।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অংশগ্রহণকারী কিছু কোম্পানি সরাসরি সিভি (জীবন বৃত্তান্ত) সংগ্রহ, বাছাই এবং ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে ওই স্থানেই চাকরীর অফার করবে। এছাড়াও অন্যান্য কোম্পানিগুলো সিভি সংগ্রহ, বাছাই, ইন্টারভিউ গ্রহণ করবে এবং পরবর্তীতে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করবে। লিখিত বক্তব্যে আরও জানানো হয়, ২১ নভেম্বর সকাল সাড়ে ৯টায় এ মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন।

 

Post MIddle

এছাড়া ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ৯ টি সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন ক্ষেত্রে চাকরীর বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য, প্রস্তুতির উপায় এবং ভতিষ্যত সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন বিভিন্ন কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এ সেমিনারগুরো ২১ নভেম্বর সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সের রুমে এবং ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

 

মেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, ক্রেস্ট প্রদান অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, ক্লাবের উপদেষ্টা আসমাউল আজম, সাধারণ সম্পাদক কাজী মাহমুদ দ্বীপ প্রমুখ।

 

লেখাপড়া২৪.কম/ইউজিসি/তমাল/এমএএ-০২০৪

পছন্দের আরো পোস্ট