জাবিতে চিরকুটের কনসার্ট শুক্রবার
শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আ ফ ম কামালউদ্দিন হলের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে ‘চিরকুট’ ব্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হবে। পুণর্মিলনী অনুষ্ঠানের কোষাধ্যক্ষ ওয়ালিউল্লাহ ওলি এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
শুক্রবার সকাল ৯ টায় র্যালীর মাধ্যম দিয়ে অনুষ্ঠান শুরু হবে । এছাড়া অনুষ্ঠাসূচিতে আছে সকাল ১১ টায় বৃক্ষরোপন, দুপুর একটায় খাবার গ্রহন, দুপুর আড়াইটায় খেলাধূলা, বিকাল চারটায় স্মৃতিচারণ, সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনষ্ঠান, রাত আটটায় চিরকুটের প্রযোজনায় কনসার্ট এবং রাত ১০ টায় ক্যাম্প ফায়ার ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের ১৪ থেকে ৪৪ তম ব্যাচ পর্যন্ত সাবেক ও বর্তমান প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহন করবে। ইতোমধ্যে হল ও হলের সামনে সাজসজ্জার কাজ শুরু হয়েছে। সমস্ত হলজুড়ে অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজ শুরু হয়েছে।
লেখাপড়া২৪.কম/জাবি/স্বশা-৪৪৩৭