ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে গুগল এ্যাপস ফর এ্যাডুকেশন
গুগল এডুকেশন গ্রুপ বাংলাদেশ এর সহয়তায় জিইজি ঢাকা সাউথ সম্প্রতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ‘গুগল এ্যাপস ফর এ্যাডুকেশন’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের গুগল কর্তৃক প্রদত্ত বিভিন্ন এ্যাপ্লিকেশনের সর্বোচ্চ ব্যবহার সম্পর্কে নিশ্চিত করেতে পারে সে সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
জিইজি ঢাকা সাউথ লিডার মোঃ নাদির বিন আলী, কো-লিডার খন্দকার মোহাম্মদ শাহ-আল-মামুন ও আমেনা হাসান এনা এই কর্মশালা পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. এম. নুরুল ইসলাম, সম্পাদক, বোর্ড অব ট্রাস্টিজ ড. এম. মুশফিক মান্নান চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ কে এম জিয়াউল ইসলাম, সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল জলিল মাসুদ সহ ৪০ জনেরও বেশী শিক্ষকমন্ডলী। উল্লেখ্য যে, শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা এবং টেকনোলজি উন্নয়নে জিইজি ঢাকা সাউথ গত ২২ মে ২০১৫ থেকে কার্যক্রম শুরু করেছে।
লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/স্বশা-৪৪৩৩