আর্ট অফ প্রেজেন্টেশন শীর্ষক সেমিনার ইউল্যাবে

a1মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউল্যাব ইলেক্ট্রনিকস ক্লাব, “আর্ট অফ প্রেজেন্টেশন” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারের বক্তা ছিলেন, ইউল্যাবের প্রাক্তন ছাত্র, বিল্ড ট্রেড ফয়েলস লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ, তারিফ মোহাম্মদ খান।

 

সেমিনারটিতে মানসম্মত, চিত্তাকর্ষক প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপনা করার দক্ষতা, নিয়মাবলীর উপর আলোকপাত করা হয়।

 

বেলা ৪ ঘটিকায়, ইউল্যাব সেমিনার রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে, ইলেক্ট্রনিকস এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল শিক্ষক ও অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিল।#

 

লেখাপড়া২৪.কম/ইউল্যাব/পিআর/আরএইচ-৪৬১৬

পছন্দের আরো পোস্ট