নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর শুরু

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২২ নভেম্বর শুরু হবে। এ পরীক্ষা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

 

এবার ৫টি ইউনিটে মোট ১৬টি বিভাগে ৮২৫টি আসনের বিপরীতে মোট ২২ হাজার ৯২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন ২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম.হাফিজুর রহমান এ তথ্য জানান।

 

Post MIddle

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ১৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪ হাজার ৭৬৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী। ‘খ’ ইউনিটে ১০৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৯৭৮টি।

 

‘গ’ ইউনিটে ১৬৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ৫ হাজার ৪৩৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আর ‘ঘ’ ইউনিটে ১৮০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৮৪ জন ভর্তিচ্ছু। ‘ঙ’ ইউনিটে ১৯০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৫৬টি।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ-৫৬০৭

পছন্দের আরো পোস্ট