তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার বার্ষিক অনুষ্ঠান

002আধুনিক ও ইসলামি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার ২০১৫ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজধানী ঢাকার উত্তরার একটি মিলনায়তনে এ র্পুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, কবি রূহুল আমীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। মাদরাসার কো-অর্ডিনেটর মোহাম্মদ মঈন উদ্দীন ও কবি বেলাল হোসাইন নূরীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল এইচ এম আব্দুল্লাহ আল মামুন। । আরও উপস্থিত ছিলেন তাযীমুল উম্মাহ ফাউন্ডেশন ডিরেক্টর আ খ ম মাসুম বিল্লাাহ, তানযীমুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান, তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদরাসা আরবী শাখার (ভারপ্রাপ্ত)প্রিন্সিপাল মুহাম্মদ আবু নাঈম। এছাড়া আরো উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

 

Post MIddle

অনুষ্ঠানে ২০১৪ সালের বিভিন্ন শ্রেণীর প্রথম স্থান অধিকারী ছাত্রদের মেরিট অ্যাওয়ার্ড , বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ছাত্রদের মধ্য থেকে আরবী বক্তব্য উপস্থাপন করে সাইয়েদ আল মাহের, ইংরেজি বক্তব্য রওনক হাসান, বাংলা বক্তব্য আব্দুল­াহ আল নাহিয়ান, আরবী কবিতা আবৃত্তি আবদুল আউয়াল । অনুষ্ঠানে ছাত্রদের মধ্য থেকে ইসলামি গান, বৃন্দআবৃত্তি ও তেলাওয়াতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা করা হয়।

 

লেখাপড়া২৪.কম/তারেক/এমএএ-০১৯৯

পছন্দের আরো পোস্ট