জাবিতে সনাতন শিক্ষার্থীদের বরণ
‘চল সত্য সুন্দরের পথে অস্তিত্ব রক্ষার্থে’ স্লোগানকে ধারণ করে ইন্ডিজেনাস স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন আয়োজন করেছে নবীনবরণ-২০১৫। মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ৪৪তম ব্যাচের সনাতন বিদ্যার্থীদের এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সভাপতিত্ব করেন ইন্ডিজেনাস স্টুডেন্টস্ এ্যাসোসিয়েশন সভাপতি জয়সেন তনচংগা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যার্থীরা তাদের লোক-ক্যালচারকে তুলে ধরেন।
লেখাপড়া২৪.কম/জাবি/পিআর/এমএএ-০২০২