খুবিতে ৫ম সমাবর্তনের প্রস্তুতি সভা

????????????????????????????????????

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠানের প্রাকপ্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

Post MIddle

সভায় উপাচার্য ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির আগমন এবং সমাবর্তন অনুষ্ঠানসহ রাষ্ট্রপতির এ সফর সর্বাঙ্গীন সুন্দর ও সফল করার জন্য সকল মহলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন খুলনা অনেক দিক থেকেই সুন্দর ও শান্তিপূর্ণ। তাই আমরা সম্মিলিতভাবে এ অনুষ্ঠানকে সফল করতে চাই। সভায় বিশেষ করে আইন-শৃঙ্খলাসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

 

উপাচার্য প্রস্তুতির যে সমস্ত দিক এখনও পিছিয়ে আছে তা খুবশীঘ্রই এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার খান আতিয়ার রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ এবং জেলা প্রশাসন, কেএমপিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার এবং অন্যান্য সিভিল প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ##

 

লেখাপড়া২৪.কম/খুবি/পিআর/এমএইচ-৪২০

পছন্দের আরো পোস্ট