উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষার মানোন্নয়নে ওয়ার্কশপ

উত্তরা ইউনিভার্সিটিউত্তরা ইউনিভার্সিটির শিক্ষার মানোন্নয়নে গঠিত ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ডক্টর মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমীন আরা লেখা। স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ডক্টর প্রফেসর দেবী নারায়ণ রুদ্র পাল।

 

ওয়ার্কশপে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির জন্য তিন বছর মেয়াদী প্রকল্প গ্রহন করেছে। উত্তরা ইউনিভার্সিটি আইকিউএসি গঠন করে এ পরিকল্পণা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধিতে বদ্ধ পরিকর।

 

ওয়ার্কশপে উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান এ প্রচেষ্টা সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

 

প্রধান অতিথি প্রফেসর ডক্টর মেসবাহউদ্দিন আহমেদ আইকিউএসি-এর উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, এর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।

 

Post MIddle

প্রফেসর ডক্টর ইয়াসমীন আরা লেখা তার বক্তব্যে বলেন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে উত্তরা ইউনিভার্সিটি এগিয়ে চলছে তাতে আগামী কয়েক বছরের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ স্থানীয় উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

 

প্রফেসর দেবী নারায়ণ রুদ্র পাল এই প্রকল্প নিয়ে ইউজিসি’র কর্ম পরিকল্পণা ও তা বাস্তবায়নে উত্তরা ইউনিভার্সিটি আইকিউএসি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

 

ওয়ার্কশপের টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ডক্টর মেসবাহউদ্দিন আহমেদ, ইউজিসি-এর কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম. আবুল কাশেম ও প্রফেসর ডক্টর সঞ্জয় কুমার অধিকারী। টেকনিক্যাল সেশনে আলোচিত বিষয়ের সার-সংক্ষেপ করেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস-এর ডীন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম।#

 

 

লেখাপড়া২৪.কম/উত্তরা/পিআর/আরএইচ-৪৫৯৯

পছন্দের আরো পোস্ট