ডলফিন কম্পিউটার্সের ধানমন্ডি শোরুম উদ্বোধন

7F9A6875আজ (১৬ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেফোডিল কম্পিউটার্স লি: এর সহযোগি প্রতিষ্ঠান ডলফিন কম্পিউটার্স লি: এর ধানমন্ডি শোরুম (সোবহানবাগ), মিরপুর রোডে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ডেফোডিল কম্পিউটার্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো: সবুর খান।

 

অনুষ্ঠানে ডেফোডিল কম্পিউটার্স লি: এর কোম্পানি সচিব মনির হোসেন, ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: পান্থপথ শাখার ব্যবস্থাপক ও ভাইস চেয়ারম্যান আবদুল হামিদ, ডেফোডিল কম্পিউটার্স লি: এর উপ মহাব্যবস্থাপক জাফর এ. আহমেদ পাটোয়ারী, উপ মহাব্যবস্থাপক (অর্থ) মো: জহির উদ্দিন, সহকারি মহাব্যবস্থাপক মো: আবদুর রব সহ ড্যাফোডিল গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

Post MIddle

বর্তমানে উক্ত শোরুমে সকল প্রকার তথ্য-প্রযুক্তি পণ্য ১০% ছাড়ে পাওয়া যাচ্ছে।

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/স্বশা-৪৪২৮

পছন্দের আরো পোস্ট