ড্যাফোডিল চেয়ারম্যানের সাথে জেটরো’র প্রতিনিধি

?

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ প্রতিনিধি মিঃ কেই কোয়ানো’র নেতৃত্বে সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সাথে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিস্ট বিষয় নিয়ে দ্বি-পাক্ষিক আলোচনায় মিলিত হন।

 

Post MIddle

পরিদর্শনকালে প্রতিনিধিদল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সাথে নারীর ক্ষমতায়ন ও নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে একযোগে কাজ করতে গভীর উৎসাহ ও আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে মোঃ সবুর খানের হাতে জেটরো’র পক্ষ থেকে মিঃ কেই কোয়ানো জাপান –বাংলাদেশ মৈত্রী’র নিদর্শনস্বরুপ শুভেচ্ছা উপহার তুলে দেন।

 

জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) জাপান এক্সপোর্ট ট্রেড রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত একটি স্বাধীন, স্বতন্ত্র অলাভজনক সরকারি সংস্থা যা ১৯৫১ সালে ওসাকা থেকে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের ৫৫টি দেশে ৭৩ টি অফিস ও ৩৬ টি অঅঞ্চলিক অফিস নিয়ে জেটরো’র কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/স্বশা-৪৪২৫

পছন্দের আরো পোস্ট