কলেজ র‌্যাঙ্কিং করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারফর্মেন্সের ভিত্তিতে র‌্যাঙ্কিং করা হবে। ৭টি বিভাগের প্রত্যেকটি থেকে সরকারি/বেসরকারি নির্বিশেষে ১০টি করে মোট ৭০টি কলেজ নির্বাচন করে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কলেজকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

Post MIddle

বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনালাইনে প্রশ্নমালা পূরণ করে ৩১ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। র‌্যাঙ্কিংয়ের কেপিআই(কি পারফর্মেন্স ইনডিকেটর) সম্পর্কিত তথ্যের সময়কাল হবে ১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩০ নভেম্বর ২০১৫ পর্যন্ত। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের সার্ভিস মেনু থেকে কলেজ লগইন-এ ক্লিক করে প্রদর্শিত স্কিনে সংশ্লিষ্ট কলেজের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে কলেজ র‌্যাঙ্কিং ফরমটি যথাযথভাবে পুরণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহবান করা হয়েছে।#

 

 

লেখাপড়া২৪.কম/এনইউ/আরএইচ-৪৫৯০

পছন্দের আরো পোস্ট