কলেজ র্যাঙ্কিং করবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পারফর্মেন্সের ভিত্তিতে র্যাঙ্কিং করা হবে। ৭টি বিভাগের প্রত্যেকটি থেকে সরকারি/বেসরকারি নির্বিশেষে ১০টি করে মোট ৭০টি কলেজ নির্বাচন করে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব কলেজকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্প্রতি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনালাইনে প্রশ্নমালা পূরণ করে ৩১ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে। র্যাঙ্কিংয়ের কেপিআই(কি পারফর্মেন্স ইনডিকেটর) সম্পর্কিত তথ্যের সময়কাল হবে ১ ডিসেম্বর ২০১৪ থেকে ৩০ নভেম্বর ২০১৫ পর্যন্ত। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের সার্ভিস মেনু থেকে কলেজ লগইন-এ ক্লিক করে প্রদর্শিত স্কিনে সংশ্লিষ্ট কলেজের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে কলেজ র্যাঙ্কিং ফরমটি যথাযথভাবে পুরণ করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহবান করা হয়েছে।#
লেখাপড়া২৪.কম/এনইউ/আরএইচ-৪৫৯০