ইউনাইটেড কলেজ ও জার্মান কোম্পানির সমঝোতা চুক্তি

IMG_1035ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজম্যান্ট এর ক্যাম্পাসে জামার্নির এয়ারটেক বিল্ডাং এবং ইউ.সি.এ.এস.এম এর মধ্যে ইয়াসা পার্ট ৬৬ দিপাক্ষীয় সমঝোতা চুক্তি সাক্ষরীত হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশী উড়োজাহাজ প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীরা ইয়াসা ৬৬ এর আওতাধীন সকল মডিউল গুলোর পরীক্ষা ইউ.সি.এ.এস.এম কেন্দ্রে দিতে পারবে যার ফলে উড়োজাহাজ প্রকৌশল বিদ্যা শিক্ষা পদ্ধতি বাংলাদেশে আরো সহজতর হলো।

 

Post MIddle

একই সাথে উন্মোচিত হলো বিশ্ববাজারে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসাবে বাংলাদেশী শিক্ষার্থীদেও সম্ভাবনার দ্বার । এর মাধ্যমে শিক্ষার্থীরা আর্থিক ভাবে ও লাভবান হবে ।আর এই সুযোগ সৃষ্টিতে নিরলস পরীশ্রম করছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজম্যান্ট কর্তৃপক্ষ ।

 

এয়ার টেক বিল্ডাং এর পক্ষে সমজোতা স্মারক সাক্ষর করেন হেড আব টেকনিক্যাল ট্রেইনার জর্জ এরোস্কিয়াসমি এবং ইউ.সি.এ.এস.এম এর পক্ষে নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

পছন্দের আরো পোস্ট