রুয়েটের ভর্তি পরীক্ষার ফল ২৫ নভেম্বর

রুয়েটরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)২০১৫- ২০১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী ২৫ নভেম্বর এ ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। রুয়েটের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগ এসব তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, শনিবার ক-গ্রুপের দুইঘন্টার লিখিত পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। আর খ-গ্রুপেরএক ঘন্টার পরীক্ষা(শুধুমাত্র আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের মুক্ত হস্ত অঙ্কন) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফল আগামী ২৫ নভেম্বর রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে(িি.িৎঁবঃ.ধপ.নফ) প্রকাশ করা হবে।

 

Post MIddle

উপাচার্য আরও বলেন, পরীক্ষায় ভর্তিচ্ছুও তাঁদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। পরীক্ষায় কোনো ধরণের অপ্রিতীকর ঘটনা ঘটেনি। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষায়১২টি বিভাগে ৮১৫ আসনের বিপরীতে ৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী অংশ নেবে।

 

লেখাপড়া২৪.কম/রাবি/তমাল/স্বশা-৪৪১৪

পছন্দের আরো পোস্ট