রাওয়া ও জবস্ বিডি’র ক্যারিয়ার ফেস্ট

????????????????????????????????????

চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগ সৃষ্টি তরুন, দক্ষ ও মেধাবী গ্র্যাজুয়েট থেকে শুরু করে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের চাকরীর সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশের প্রথম জব সাইট জবস্ বিডি ডট কম (ঔড়নংনফ.পড়স) ও রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জঅঙডঅ) এর যৌথ উদ্যোগে প্রথমবারের মত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে আজ ১৪ নভেম্বর থেকে শুরু হল দু’দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট ২০১৫’। এর স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে হল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টার (সিডিসি)।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওপেক্স গার্মেন্টস্ ও সিনহা টেক্সটাইলের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান সিনহা। বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএসএইচআরএম) সভাপতি জনাব মোশারফ হোসেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন রাওয়া’র চেয়ারম্যান মেজর এম তানিম হাসান। বক্তব্য রাখেন জবস্ বিডি ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন ও রাওয়া’র সমাজকল্যাণ সম্পাদক লেঃ কর্নেল এস এম ফিরোজ আহমেদ,পিএসসি, জি।

 

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে জনাব আনিসুর রহমান সিনহা বলেন, ক্যারিয়ার ফেস্ট আয়োজনের মাধ্যমে চাকুরীদাতা এবং চাকুরী গ্রহীতার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি হয়। এখন সঠিক সময় দক্ষ লোককে দক্ষ জায়গায় সুযোগ দেওয়া। এবারের ন্যায় প্রতিবছর এই ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান বিষয়ে রাওয়া’র চেয়ারম্যান মেজর এম তানিম হোসেন বলেন, দেশের সকল সেক্টরে চাকরির বয়সসীমা ৬২ হলেও সামরিক বাহিনীর অফিসারদের ৪৫-৫০ এর মধ্যে অবসর সিতে হয়। এসব অবসরপ্রাপ্ত অফিসারদের কর্মমূখী করতে জবস্বিডির সাথে রাওয়া’র এই উদ্যোগ।

 

জবস্ বিডি ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম হাসান রিপন বলেন, এই ফেস্টের মাধ্যমে চাকুরী প্রত্যাশী, চাকুরীদাতা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে এক সেতুবন্ধন রচনা করবে। এর ফলে অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তারা উপযুক্ত চাকরী সন্ধান করে নিতে পারবে, নতুন প্রজন্ম তাদের স্বপ্নের চাকরী খুঁজে পাবে আর চাকরীদাতারা তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে পারবে। তিনি জানান মেলায় থাকছে তাৎক্ষনিক সাক্ষাৎকার, সঠিকভাবে বায়োডাটা তৈরী প্রশিক্ষণ, ক্যারিয়ার ক্লিনিকের মাধ্যমে দক্ষতা নিরুপন পরীক্ষা, প্যানেল ডিসকাশন, তরুন নেতৃত্ব ও তরুন উদ্যোক্তা পুরস্কৃত করণ।

 

আয়োজকরা জানান, এ মেলায় প্রায় ৫ হাজার অফিসার, ৫০ হাজার গ্র্যাজুয়েট, ২০ টিরও বেশী সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একশ’র বেশী চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিবে। এ মেলা চাকরী প্রার্থীদের উত্তম সুযোগ তৈরীতে যেমন সহায়ক হবে তেমনি চাকরীদাতারা উপযুক্ত প্রার্থী বেছে নিতে পারবে। দুদিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে। মেলা সর্বসাধারনের জন্য উন্মুক্ত থাকবে। মেলা সম্পর্কে আগ্রহীদের বিস্তারিত জানানোর জন্য http://careerfest.jobsbd.com ওয়েবসাইট খোলা হয়েছে।

 

লেখাপড়া২৪.কম/ড্যাফোডিল/পিআর/স্বশা-৪৪১৭

পছন্দের আরো পোস্ট