মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ২ দিনব্যাপী কনফারেন্স
মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট-এর School of Business & Economics কর্তৃক আয়োজিত National Research Conference on Business & Economics (NRCBE) – ২০১৫ শীর্ষক ২ দিনব্যাপী কনফারেন্স আগামী (২১-২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ. হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত হবে।
(২১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় কনফারেন্স-এর উদ্বোধন করবেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখবেন ব্যবসা প্রশাসন ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা। মূখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আজম।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ গ্রহন করবেন মেট্রেপলিটন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক, সহযোগী অধ্যাপক ড. মনিরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুনতাহা রাকিব প্রমুখ।
উল্লেখ্য যে, ২ দিনব্যাপী কনফারেন্স-এ বিভিন্ন বিষয়ের উপর দেশের স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকগণদের রচিত মোট ১৯ টি প্রবন্ধ উপস্থাপিত হবে। সমাপনী দিনে (২২ নভেম্বর) ২:৩০ ঘটিকায় কনফারেন্সে অংশগ্রহনকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।
লেখাপড়া২৪.কম/পিআর/এমএএ-০১৭৫