বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তির আবেদন শেষ হচ্ছে রোববার রাত ১২টায় । যা শুরু হয়েছিল ১ অক্টোবর । ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ ডিসেম্বর । চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত ।
ভর্তি কমিটির তথ্যমতে, ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর গ্রহণ করা হবে । ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা ৩ ডিসেম্বর ।
এছাড়া ‘ই’, ‘এফ’ ও ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ।
এবার সাতটি অনুষদভুক্ত ২০টি বিভাগে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৪৩০ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করানো হবে ।
এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.bsmrstu.edu.bd থেকে জানা যাবে ।
লেখাপড়া২৪.কম/তন্ময়/আরএইচ-৪৫৮৮