নোবিপ্রবিতে কৃষি দিবস উদযাপন রোববার

12227712_1673898999526163_1776369089895576442_nনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের উদ্যোগে, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার পহেলা অগ্রহায়ণ জাতীয় কৃষি দিবস উদযাপন হতে যাচ্ছে। এই বিভাগের তিন ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এই দিবস উদযাপন হতে যাচ্ছে।

 
সকাল ১০ঃ৩০ মিনিটে র‍্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সকাল ১১.৩০ মিনিটে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করবেন। তারপর সংক্ষিপ্ত আলোচনা শেষে বিকেলে বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন বৃক্ষের লোকাল নাম এবং সায়েন্টিফিক নাম সংযোজনা করা হবে। কর্মসূচির শুভ উদ্ভোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম অহিদুজ্জামান।

 

Post MIddle

শনিবার উদযাপন কমিঠির সদস্য জাহিদ হাসানের সাথে কথা বলে জানা যায় কর্মসূচির প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রথমবারের মত এই বিভাগের উদ্যোগে এই দিবস উদযাপন করার জন্য বিভাগের প্রত্যেক শিক্ষার্থী অধীর আগ্রহে অপেক্ষা করছে।#

 

 

লেখাপড়া২৪.কম/নোবিপ্রবি/সাকিম/আরএইচ-৪৫৭১

পছন্দের আরো পোস্ট