ঢাবিতে স্পেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

ঢাবি উপাচার্যের সঙ্গে স্পেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎস্পেনের সান্তিয়াগো কম্পোসতেলা ইউনিভার্সিটির অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মসকুয়েরা-এর নেতৃত্বে ২-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ (১৫ নভেম্বর) রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের অন্য সদস্য ছিলেন অধ্যাপক আম্পারো পোর্তা রিভাস।

 

Post MIddle

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং স্পেনের সান্তিয়াগো ইউনিভার্সিটির স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার বিভাগের মধ্যে চলমান স্পেনের ভাষা বিষয়ক যৌথ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। প্রতিনিধি দলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালিত স্পেনের ভাষা বিষয়ক কোর্সের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

 

লেখাপড়া২৪.কম/রাবি/এমএএ-০১৭৪

পছন্দের আরো পোস্ট