জাবিতে প্রজাপতি মেলা ১১ ডিসেম্বর

P1020987জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে প্রতিপাদ্য করে ১১ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৫’।শনিবার মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরও জানান, ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গনে সকাল নয়টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

 

দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে, শিশু-কিশোরদের জন্য প্রজাপতির ছবি আঁকা প্রতিযোগীতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রজাপতির হাট দর্র্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগীতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টরী প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান।

 

Post MIddle

এছাড়া এবারের মেলার প্রধান আকর্ষন হচ্ছে ‘বাটারফ্লাই বিডিং সেন্টার অ্যান্ড পার্ক’ এর উদ্বোধন।উল্লেখ্য, প্রজাপতি নিয়ে গবেষণা ও প্রজাপতি সংরক্ষনের কাজে নিয়োজিত প্রাণীবিজ্ঞানী আনোয়ার হোসেন ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে ‘প্রজাপতি মেলা’ আয়োজন করে প্রজাপতির প্রতি মানুষের দৃষ্টি আর্কষন করেছেন।

 

লেখাপড়া২৪.কম/জাবি/হিমেল/স্বশা-৪৪১৮

পছন্দের আরো পোস্ট