খুবিতে জাতীয় কৃষি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

আজ (১৫ নভেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে (২ নম্বর) একাডেমিক ভবনের সামনে থেকে জাতীয় কৃষি দিবস উপলক্ষে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের হাদী চত্বর হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

 

র‌্যালি শেষে ডিসিপ্লিন প্রধান এক সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয় জীবনে কৃষির গুরুত্ব তুলে ধরে বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ, বর্তমান সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ। এর পেছনে যাদের অবদান তাঁরা হলেন কৃষিবিজ্ঞানী, তোমরাই দেশের এক একজন কৃষিবিজ্ঞানী। তোমাদের লব্ধ জ্ঞান ও কৃষকের শ্রমের ফলে আজ দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই কৃষকদেরও তোমাদের মূল্যায়ণ করতে হবে।

 

Post MIddle

তিনি র‌্যালীতে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

লেখাপড়া২৪.কম/খুবি/এমএএ-০১৭০

পছন্দের আরো পোস্ট