ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
উৎসব মূখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ পর্যন্ত শুধু একটি শিফটে ধর্মত্তত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।জালিয়াতি এড়াতে কেন্দ্রে কেন্দ্র রয়েছে সিসি ক্যামেরা, পুলিশ, বিজিবি, র্যাব-১২, ডিবি পুলিশ ও ভ্রাম্যমান আদালতসহ আইন শৃ্খংলা বাহিনীর রযেছে কড়া নজরদারী।
ক্যাম্পাস ঘুরে জানা গেছে, সকাল থেকেই ভর্তিচ্ছুরা ক্যাম্পাসে আসা শুরু করে। উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এবছরের এ ইউনিটে মোট ২১৫৯জন পরীক্ষার্থী অংশ গ্রহন করছে।প্রথমবারেরমত এবারের ভর্তি পরীক্ষায় মোবাইলসহ সকল ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইসের মাধ্যমে জালিয়াতি ঠেকাতে ব্যবহার হচ্ছে মেটাল ডিটেকটর। যা দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় শরীর পরীক্ষা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান জানান, উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। কোন ধরনের অসচ্ছতা ও বিশৃংখলা ছাড়াই ভর্তি শেষ হবে। জালিয়াতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হযেছে।
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/তালহা-১১৮৮