পটুয়াখালীতে ঝরে পড়া শিশুদের তথ্য সংগ্রহ
পটুয়াখালী একটিভ সিটিজেন এর পরিকল্পনায় ঝরেপড়া শিশুদের শিক্ষা গ্রহন করাতে এবং শিশুদের স্কুলে যেতে উৎসাহ জাগিয়ে তুলতে পটুয়াখালী লাউকাঠি আবাসন এলাকায় এসএপি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে চলেছে। তথ্য সংগ্রহ কাজে নিয়োজিত রয়েছে মোঃ রিয়াজুল ইসলাম ও মোঃ আবুল বাশার ।
লেখাপড়া২৪.কম/পটুয়াখালী/রিয়াজ/স্বশা-১৩৯৫