ঢাবিতে ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

ঢাবিবাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে দেশব্যাপী শুরু হয়েছে গণিত অলিম্পিয়াড। এতে ছয়টি বিশ্ববিদ্যালয়ে ছয়টি আঞ্চলিক অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম অঞ্চল, ২০ নভেম্বর ঢাকা দক্ষিণ অঞ্চল, ২৬ নভেম্বর রাজশাহী অঞ্চল, ২৭ নভেম্বর ঢাকা উত্তর অঞ্চল, ২৮ নভেম্বর সিলেট অঞ্চল এবং ৪ ডিসেম্বর খুলনা অঞ্চলে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

 

আগামী ১১ ডিসেম্বর ২০১৫ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ছয়টি অঞ্চল থেকে একজন নারী প্রতিযোগিসহ মোট দশজন প্রতিযোগী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পাবে। চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ দশজন প্রতিযোগিকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগ চূড়ান্ত পর্বের আয়োজন করবে।

 

Post MIddle

অলিম্পিয়াড সংক্রান্ত বিস্তারিত তথ্য www.bdmathsociety.orgওয়েবসাইটে পাওয়া যাবে।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/স্বশা-৪৩৯৭

পছন্দের আরো পোস্ট