ইবিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

FOOD-1কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

 

সোমবার সকাল ১১ টায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুস সামাদের নেতৃত্বে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ চত্বরে গিয়ে শেষ হয়।

 

Post MIddle

‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, লক্ষ্য হবে সফল জীবন পাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতদুগ্ধ সপ্তাহ দিবস  উপলক্ষে  শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত  ছিলেন ড. রেজাউল করিম, মো. শফিক, মো. তানভীর সারোয়ার, আসাদুদ্দৌলা, মোমিনুল ইসলামসহ প্রায় শতাধিক শিক্ষার্থী।#

 

নবীন/ইএইচ/আরএইচ

পছন্দের আরো পোস্ট