রাবি ছাত্রলীগের মানববন্ধন

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে ৬৩ জেলায় সিরিজ হামলার প্রতিবাদ ও জঙ্গী মদদদাতাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

 

ru bcl photoরোববার বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি মদদে দেশে জঙ্গীবাদের উত্থান ঘটে। এরই ধারাবাহিকতায় ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালানো হয়। এতে ৫ জন নিহত হওয়াসহ আরো অনেকে আহত হন।

 

Post MIddle

তবে তৎকালীন সরকার এদের প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। এসময় বক্তারা এ হামলার সঙ্গে জড়িত ও মদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

মানববন্ধনে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিনের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মিজানুর রহমান রানা।

 

এছাড়া মানববন্ধনে উস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফিরোজ সরকার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারহানা সরকার, সাংগঠনিক সম্পাদাক উৎপল কুমার, ফয়সাল আহমেদ রুনু, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, গোলাম কিবরিয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক অনিক সাহা এবং ছাত্রলীগ নেতা মিনারুল ইসলাম প্রমূখ। এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীসহ অন্তত তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

 

 

সুউ ফয়সাল

পছন্দের আরো পোস্ট