কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় হাবিব শেখ সাজু (৩৫) নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

vকলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড

 

রোববার দুপুর সাড়ে ১২টায় মিলপাড়া রেলগেটে ভ্রাম্যমাণ আদালতের কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহম্মেদ এ আদেশ দেন।

 

Post MIddle

সাজাপ্রাপ্ত সাজু শহরের মিলপাড়া এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বখাটে সাজু দীর্ঘ ৮ মাস ধরে মিলপাড়া এলাকার ওই কলেজ ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলো।

 

সাজুকে কলেজ ছাত্রীর পরিবার থেকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে তাদের কথায় কর্ণপাত না করে উত্ত্যক্ত করে আসছিলো। পরে কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা কুষ্টিয়া মিরপাড়ার পুলিশ ক্যম্পে খবর দিলে বেলা ১১টায় পুলিশ সাজুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।

 

সুউ ফয়সাল

 

পছন্দের আরো পোস্ট