জাতীয় শোক দিবসে মানারাতে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে  গত ১৫ আগষ্ট ,২০১৪ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারের ৩৯ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক  দিবসে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

manউক্ত  অনুষ্ঠানে   প্রধান অতিথি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান  বলেন , শেখ মুজিবুর রহমানের মত দেশপ্রেমে  উদ্ভুদ্ব হয়ে দল মত র্নিবিশেষে  সকলকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

Post MIddle

জনসংযোগ কর্মকর্তা জামাল হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিসনেস ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড.রুহুল আমিন, রেজিস্ট্রার আবুল বাশার খান, সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারি রেজিস্ট্রার  মিজানুর রহমান। এছ্ড়াও আরো উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এ এইচ এম আবু সাঈদ, সিনিয়র লেককচারার ড. মোহাম্মাদ ওবায়দুল­াহ, সিনিয়র লেককচারার শেখ হাবিবু রহমান ।

 

আলোচনা শেষে  মাওলানা নাসির উদ্দিনের পরিচালনায় শহীদদের রুহের মাগফিরাত কামনা ওদেশ ও জাতীর উন্নতি ,অগ্রগতির জন্য মুনাজাত করা হয় ।

 

সুউ ফয়সাল

 

পছন্দের আরো পোস্ট