শোক দিবসে চুয়েটে নানা কর্মসূচি

cuet-sk

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

Post MIddle

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা।

এরপর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোকের প্রতীক কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
এছাড়া চুয়েট কেন্দ্রীয় জামে মসজিদ ও আবাসিক মসজিদে বাদে জুমা দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভাপতিত্ব করবেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আশুতোষ সাহা।#
ইএইচ

পছন্দের আরো পোস্ট