সহপাঠীর ক্ষুরের আঘাতে কলেজছাত্র নিহত
নেত্রকোনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পূর্ব শত্রুতার জেরে সহপাঠীর ক্ষুরের আঘাতে এক ছাত্র হয়েছেন।
নিহত মীর্জা আজিজুল আমান ইফতি (২২) ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি জেলা শহরের কালী বাড়ি এলাকার মীর্জা আজিজুর রহমান হাবলুর ছেলে।
পুলিশ জানিয়েছে, কলেজের প্রথম বর্ষের ছাত্র ছাত্রলীগ সমর্থক আকাশের সঙ্গে ইফতির বিরোধ চলছিল। এরই জেরে আজ শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সিনিয়র জুনিয়রদের মানা নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আকাশ ধারালো ক্ষুর দিয়ে ইফতির গলায় আঘাত করে। এতে তার শ্বাসনালী কেটে যায়। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ইন্সপেক্টর মো. আবু তাহের জানান, উভয়ই ছাত্রলীগ সমর্থক। তাদের মধ্যে স্কুলে পড়াকালীন সময় থেকে বিরোধ চলে আসছিল।
তিনি জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আকাশকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইএইচ