রাবিতে আলোকচিত্র প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসের শহীদ তপন চত্বরে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। শনিবার সকাল সাড়ে ৯টায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. নাসের প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে প্রায় ১০০ আলোকচিত্র স্থান পায়।
এদিকে সকাল ১০টায় সহ-সভাপতি খাদেমুল বাসারের পরিচালনায় এক ঘরোয়া আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন- সভাপতি আয়াতুল্লাহ খোমেনি, সাংগঠনিক সম্পাদক শিহাব ইশতিয়াক সৈকত, দফতর সম্পাদক মিনহাজুল আবেদীন, শিক্ষা-গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, হিরোশিমা-নাগাসাকির সেই বিভীষিকার কথা আমাদের ভুলে গেলে চলবে না। তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি আজ বিশ্বমানবতার সামনে। সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ ও তার দালাল শোষকশ্রেণী নিরীহ জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। এই যুদ্ধকে সঠিক নেতৃত্বে মোকাবিলা করা ছাড়া মুক্তির আর কোনো পথ খোলা নেই। তাই আমরা নিপীড়িত জনগণকে এর প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাই।
উল্লেখ্য, ১৯৪৫ সালের ৯ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম অংশীদার মার্কিন সাম্রাজ্যবাদ, আরেক সাম্রাজ্যবাদী রাষ্ট্র জাপানের ভূখণ্ডে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। ঠিক তিনদিন আগে তারা জাপানের আরেক শহর হিরোশিমাতেও পারমাণবিক বোমা ফেলে। উভয় হামলায় পাঁচ লাখের বেশি সাধারণ মানুষ মারা যায়। লাখ লাখ নিরীহ মানুষ আজীবনের মতো পঙ্গু হয়।#
আরএইচ