ডিভোর্স করেই দেশে ফিরবেন মোনালিসা
যুক্তরাষ্ট্র প্রাবাসী স্বামীর সাথে ডিভোর্সের প্রক্রিয়া শেষ করেই দেশে ফিরবেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। বর্তমানে তিনি নিউইয়র্কে অবস্থান করছেন।
শুক্রবার একটি দৈনিকের সাথে দেশে ফেরা নিয়ে আলাপচারিতায় এমনটাই জানান তিনি।
তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়াটা বেশ দীর্ঘ। বাংলাদেশে দ্রুত সময়ে এর আনুষ্ঠানিকতা শেষ করা সম্ভব হলেও আইনি কিছু জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে তা সম্ভব হয় না। তাই তার দেশে ফিরতে দেরী হচ্ছে।
সব সময় দেশের সবার কথা খুব মনে পড়ে উল্লেখ করে তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে নতুন উদ্যমে আবার কাজ শুরু করবো।
বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, হুট করে বিয়ে করায় একজন আরেকজনকে খুব ভালোভাবে জানার বা বোঝার সময় না পাওয়াতে বিয়ের অল্প কিছুদিন পরই আমাদের সংসারে একধরনের অবিশ্বাস তৈরি হয়। তাই, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, আমি মনে করি, অশান্তি আর অবিশ্বাস নিয়ে সংসার করার চেয়ে না করাটাই ভালো।’
২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। একই বছরের ম্যাজিক ডে ১২.১২.১২-তে ঢাকার একটি রেস্টুরেন্টে উভয় পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিততে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ইএইচ