গ্রীন ইউনিভার্সিটিতে পেট্রোলিয়াম বিষয়ক সেমিনার
সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটির তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ শেখ শরীফ ইকবাল ৮ আগস্ট গ্রীন ইউনিভার্সিটির ইলেকিট্রক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “simple microwave technique of measuring multi-phase contents of a petroleum carrying pipeline” শীর্ষক সেমিনারে প্রবন্ধকার হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজক বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ প্রকৌশলী মুহিবুল হক ভূঁইয়া সেমিনারের সভাপতিত্ব করেন।

উপস্থাপনা এবং আলোচনা সময় পরে, ডঃ ইকবাল ইইই বিভাগের বিভিন্ন পরীক্ষাগারে পরিদর্শন করেন এবং বিভিন্ন পরীক্ষা এবং তার পদ্ধতি সঞ্চালন সংক্রান্ত অনুষদ সদস্যদের সঙ্গে কথা বলেন। #
আরএইচ