গ্রীন ইউনিভার্সিটিতে পেট্রোলিয়াম বিষয়ক সেমিনার

সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটির তড়িৎ  প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ শেখ শরীফ ইকবাল ৮ আগস্ট গ্রীন ইউনিভার্সিটির ইলেকিট্রক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ পরিদর্শন করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “simple microwave technique of measuring multi-phase contents of a petroleum carrying pipeline” শীর্ষক সেমিনারে প্রবন্ধকার হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজক বিভাগের সভাপতি অধ্যাপক ডঃ প্রকৌশলী মুহিবুল হক ভূঁইয়া সেমিনারের সভাপতিত্ব করেন।GUB-EEE-Seminar-on-08-08-14

Post MIddle

উপস্থাপনা এবং আলোচনা সময় পরে, ডঃ ইকবাল ইইই বিভাগের বিভিন্ন পরীক্ষাগারে পরিদর্শন করেন এবং বিভিন্ন পরীক্ষা এবং তার পদ্ধতি সঞ্চালন সংক্রান্ত অনুষদ সদস্যদের সঙ্গে কথা বলেন। #

 

আরএইচ

 

পছন্দের আরো পোস্ট