বিরক্তিকর মেইল থেকে মুক্তি জিমেইলে!
বিরক্তিকর মেইল থেকে মুক্তি পেতে মেইল আনসাবস্ক্রাইব করার সুবিধা চালু করেছে গুগল। এর ফলে জিমেইল ব্যবহারকারীরা অনাকাঙ্ক্ষিত সব মেইলের হাত থেকে রক্ষা পাবেন। খবর গুগল নিউজের।
গুগলের ভাষ্য, অানসাবসক্রাইব অপশন মেইল প্রেরক ও গ্রাহক উভয়ের জন্যই সুবিধাজনক। অনেক সময় কিছু মেইল আনসাবসক্রাইব করার প্রয়োজন হয়। আনসাবস্ক্রাাইব অপশনটি সেই সুবিধা দেবে।
প্রায় দেখা যায়, ইনবক্সে বিভিন্ন ধরনের প্রচারণামূলক মেইল, সামাজিক যোগাযোগের বার্তা বা ফোরামের অনেক মেইল অাসে। আনসাবসক্রাইব অপশনটি মেইলের ওপরদিকে মেইল প্রেরকের ঠিকানার পাশে লিংক আকারে থাকলে পেইল প্রাপকের জন্য বিষয়টি বুঝতে সহজ হবে।
তবে প্রেরক এই মেইলে আনসাবসক্রাইব লিংক জুড়ে না দিলে প্রাপক সেই লিংকটি দেখতে পাবে না। ফলে মেইলটি স্প্যাম মেইল হিসেবে শনাক্ত করা সহজ হয়ে যাবে।
ইএইচ